|
---|
মহিউদ্দীন আহমেদ, পূর্ব বর্ধমান: আদিবাসীও দুঃসস্হ পরিবারের পাশে দাঁড়াল তৃনমূলের শিক্ষক সংগঠন।
রবিবার পূর্ব বর্ধমানের আউগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের হেদোগড়া গ্রামে আদিবাসী ও দুস্থ গরীব পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় তৃনমূল শিক্ষক সংগঠনের তরফে। তৃনমূলের আউসগ্রাম ২ নং ব্লকের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন বলেন, আমাদের তৃনমূলের শিক্ষক সংগঠনের তরফে আলু, মসুরী ডাল, তেল, সাবান, মাস্ক, লবন সহ মোট ৯ রকমের আইটেম দেওয়া হয়। কোরনা আবহকালে অনেকে কাজ হারিয়ে ঘড়ে রয়েছে। গতবছর পার্টির তরফে যেমন আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম তেমনি এবারও দেওয়া হলো । এদিন প্রায় দুশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তৃনমূল শিক্ষক সংগঠনের তরফে। উপস্হিত ছিলের আউশগ্রাম বিধানসভা বিধায়ক অভেদানন্দ থান্ডার, ও ব্লক কাযকারী সভাপতি সেখ আব্দুল লালন সাহেব। উপস্হিত ছিলেন অঞ্চল প্রধান সেখ এবাদত, শিক্ষা সেলের সভাপতি তপন দাস ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।