মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাড়ি পৌছে দিল গলসি পুলিশ

আজিজুর রহমান,গলসি : মানসিক ভারসাম্যহীন এক মাঝ বয়সী মহিলাকে বাড়িতে পৌছে দিল গলসি থানার পুলিশ। তাকে বাড়িতে পৌছাতে রবিবার ভোরে থানার এক মহিলা পুলিশ কর্মী ওই মহিলার বাড়িতে যান। তিনি পরিবারের লোকজনের সাথে কথা বলে মহিলাকে পরিবারের হাতে তুলে দেন। জানা গেছে, মহিলার নাম নীলিমা রায়। বয়স আনুমানিক ৪৮ বছর। তিনি উত্তর ২৪ পরগনা জেলার, ঘোলা থানার অন্তগত আগরপাড়ার উসুমপুর বটতলা এলাকার বাসিন্দা।  গতকাল সন্ধায় গলসি থানার খানা জংশন এলাকায় মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। এরপর পুলিশ তার পরিচয় জানতে চাইলে তিনি তার পরিচয় দেন। তাছাড়া তিনি তার স্বামী ও মেয়েকে খুঁজছেন বলে জানান। এরপরই পুলিশ তাকে থানায় আনার ব্যবস্থা করে। এরপরই থানায় মহিলার নাম পরিচয় জেনে তাকে বাড়ি পৌছানোর ব্যবস্থা করা হয় বলে জানতে পারা গেছে। পুলিশের এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মিলন রায় বলেন, এর আগেও গলসি থানার পুলিশ এমন কাজ করেছেন। এই ধরনের কাজের জন্য তিনি গলসি ওসি দীপঙ্কর সরকার সহ তার টিমকে ধন্যবাদ জানিয়েছেন। নীলিমা দেবীর পরিবার সুত্রে জানা গেছে, নীলিমার প্রথম বিয়ে হয় এলাকার এক যুবকের সাথে। সেখানে বিবাহ বিচ্ছেদ হয়। তার প্রথম  পক্ষের একটি কন্যা ও একটি পুত্র সন্তান আছে। তারা মামার বাড়িতেই থাকেন। তবে নীলিমা দেবী পুনরায় ব্যারাকপুরে বিবাহ করেন। দ্বিতীয় পক্ষের একটি কন্যা সন্তানের জন্ম হয়। কয়েকবছর পূর্বে তার স্বামী ও মেয়ে আচমকা নিখোঁজ হয়ে যায়। তখন থেকেই সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সবসময় চিন্তা করায় তার শারীরিক অবস্থায় অবনতি শুরু হয়। এরপরই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তারা জানাই, গলসি পুলিশের জন্যই তারা নীলিমাকে ফিরে পেয়েছেন। এমন কাজের জন্য তারা গলসি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।