|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের উদ্যোগে পালিত হলো হুল দিবস। এরই সাথে তাল মিলিয়ে শালবনী ব্লকের গোদাপিয়াশাল এম জি এম হাইস্কুলে যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধা নিবেদন এর মধ্যে ঐতিহাসিক হুল দিবস পালিত হলো। অনুষ্ঠানের শুরুতে সিধু -কানুর প্রতিকৃতিতে
শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা মাল্যদান করেন। বক্তব্য, নৃত্য, আবৃত্তি, কবিতাপাঠ , সঙ্গীতের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত শিক্ষক নবীন কৃষ্ণ দাস। অন্যদিকে শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ ও স্কূলের ছাত্রাবাস রবীন্দ্র শিক্ষার্থী আশ্রমের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো হুল দিবস। সিধু-কানুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালিত হয়। উপস্থিত ছিলেন শিক্ষক অমিত কুমার চার, তারাস মুর্মু,বুবাই পিরি প্রমুখ।