গোপীবল্লভপুর-২ নং ব্লকের ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন মানবদরদী শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক,ঝাড়গ্রাম: বৈষ্ণবতীর্থ গোপীবল্লভপুরের ঐতিহ্যবাহী প্রাচীন নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠে দীর্ঘদিন শিক্ষাদান কার্যে যুক্ত ছিলেন মানবদরদী শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী। শিক্ষাদানের পাশাপাশি জনহিতকর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন অন্যতম কান্ডারী l তাই এলাকার জনগণের কাছে তিনি পরিচিত ছিলেন ‘মানবিক মুখ’ হিসেবে l চাকুরী সূত্রে বদলী হয়ে নিজের জেলা বাঁকুড়াতে চলেও গিয়েছেন অনেকদিন আগেই।

    কিন্তু ভুলে যাননি গোপীবল্লভপুর এলাকার মানুষকে l তাই আবারও মানবিক মুখ নিয়ে এগিয়ে এসে গোপীবল্লভপুর -২ নং ব্লকের রান্টুয়া এলাকার ক্যান্সার আক্রান্ত আট বছরের শিশু অরিত্রিক পৈড়ার পাশে দাঁড়ালেন তিনি । বর্তমানে বাঁকুড়া জেলার কদমা উচ্চ-বিদ্যালয়ের সংস্কৃত বিষয় শিক্ষক হেরম্বনাথ বাবু l হেরম্ব বাবুর বাড়ি বাঁকুড়া জেলার হাড়মাসড়া গ্রামে l তাঁর জন্মভূমি ও কর্মভূমি বাঁকুড়া জেলাতে হলেও তাঁর সামাজিক কর্মকাণ্ডের পরিধি কিন্তু এই জেলার মধ্যেই সীমাবদ্ধ নেই l জেলার গণ্ডি অতিক্রম করে ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে l বাঁকুড়া, ঝাড়গ্রাম,মেদিনীপুর, বীরভূম, হুগলি,বর্ধমান, সাগরদ্বীপ এলাকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের অসহায় দুঃস্থ মানুষের পাশে বহুবার দাঁড়িয়েছেন তিনি l

    ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু-নম্বর ব্লকের অন্তর্গত রান্টুয়া এলাকার বাসিন্দা অশোক পৈড়ার আট বছরের ছেলে অরিত্রিক পৈড়া এই মারন রোগের শিকার l এই বয়সের অন্যান্য শিশুরা যখন পড়াশোনা বা খেলাধুলায় ব্যস্ত তখন ছোট্ট অরিত্রিক স্বপ্ন দেখে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ।অরিত্রিকের এই স্বপ্নকে সফল করার জন্য এখন প্রয়োজন প্রচুর অর্থের l ইতিমধ্যেই কিছু হৃদয়বান মানুষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন।নানা ভাবে অর্থ সংগ্রহের চেষ্টা হচ্ছে। শিশুটির খবর পেয়ে পরিবারটির পাশে এসে দাঁড়ান এই মানবদরদী শিক্ষক l অরিত্রিকের চিকিৎসার জন্য দশ হাজার টাকা তাদের পরিবারের একাউন্টে পাঠিয়ে দেন হেরম্ব বাবু এবং আগামী দিনেও যথাসাধ্য পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি সবাইকে শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মানবদরদী শিক্ষকের এহেন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ l