|
---|
বিধান ধুয়া, বাঁকুড়া :
সরকারি প্রকল্পের সুবিধাগুলি সহজে জনগণের কাছে যাতে পৌঁছে যাতে পারে সে সম্বন্ধে জনগণকে সচেতন করতে পথে নামল এ রাজ্যের শাসক দলের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা। এমনই এক সচেতনতা শিবির আয়োজিত হল আজ বাঁকুড়ার বৃন্দাবনপুর অঞ্চলে । কৃষকদের নিয়ে কৃষক বন্ধু প্রকল্পের সচেতনতা শিবির করলেন বড়জোড়া ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় কালিদাস মুখোপাধ্যায়।
অনুষ্ঠানে কালিদাস মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বৃন্দাবনপুরে প্রধান মাননীয়া ঝর্ণা রায় মহাশয়া সহ এই এলাকার দুই পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় সুশান্ত ঘোষ মহাশয় ও বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া মালা চ্যাটাজী মহাশয়া, মাননীয় উপপ্রধান সুবির তুং মহাশয়।প্রায় শতাধিক প্রান্তিক চাষি একত্রিত হয় এই কর্মসূচিতে। অনুষ্ঠানের শেষে অনুষ্ঠানের উদ্যেক্তা কালিদাস মুখোপাধ্যায় জানান ” মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মযজ্ঞে সবাইকে সামিল করতে চান তাঁরা,সে যে দলেরই হোক না কেন মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য ।”