লকডাউন আবহে ভয়াবহ অগ্নিকান্ড,মালদার হরিশ্চন্দ্রপুরে গ্রাস করল একটি গ্রাম

উজির আলি, ও নাজিম আক্তার, নতুনগতি, মালদা:
হরিশ্চন্দ্রপুরের কুশিদা পশ্চিমপাড়ার ভয়াবহ অগ্নিকান্ডে ৩১ টিরও বেশী বাড়ি পুড়ে ছাই হল বলে গ্রামবাসী জানায়। শুক্রবার অগ্নিকান্ডটি ঘটেছে বিকেল পাঁচটা নাগাদ।
স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেনি। তৎক্ষণাৎ হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা দমকল বাহিনীকে ফোন করা হয়।
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়ায় কুশিদা এলাকায়।

    আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে গ্রামবাসী অনুমান করছে যে কুশিদা পশ্চিম পাড়ার মনিরুদ্দিনের রান্নাঘরের পাশে ফেলে রাখা ছাই থেকে আগুন টি লেগেছে।
    প্রথমে মনিরুদ্দিনের বাড়িতে আগুনের সূত্রপাত তারপরে একের পর এক বাড়ি গ্রাস করে ফেলে এমনটাই জানা গেছে।
    এই ভয়াবহ অগ্নিকান্ডে ৩১  টির বেশী গৃহস্থ পরিবারের বাড়ি পুড়ে ছাই হয়ে যায় বলে দমকল সূত্রে জানা গেছে। আগুনে ৩১ টির ও বেশী বাড়ির সমস্তকিছু পুড়ে ছাই হয়ে যায়।ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান করছেন স্থানীয়রা।

    বর্তমানে খোলা আকাশের নীচে আশ্রয় হয়েছে ওই পরিবারগুলির। সর্বস্র হারিয়ে বড় উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করেছে ওই পরিবার গুলির মধ‍্যে।
    ঘটনার খবর পেয়ে ছুটে স্থানীয় প্রাক্তন বিধায়ক তজমুল হোসেন। তিনি খাদ‍্য সামগ্রী প্রদান করবেন এবং পরিবার গুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান প্রাক্তন বিধায়ক।