|
---|
নিজস্ব প্রতিনিধি; হলদিয়াঃ
২৫শে জানুয়ারি থেকে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় শুরু হয়েছে “হলদিয়া মেলা”। এই হলদিয়া মেলাতে হলদিয়া রিফাইনারি (ইন্ডিয়ান ওয়েল) কর্তৃপক্ষের তরফে আজ এলাকায় দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের হাতে স্বচ্ছ ভারত, ক্লিন এনার্জির বার্তাবহ এলইডি বাল্ব বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়।
হলদিয়া শিল্প মেলায় সিএসআর প্রকল্পের অধীনে বিদ্যুৎ সংরক্ষণের ব্যপারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়াও, প্লাস্টিক মুক্ত হলদিয়া গড়ার লক্ষ্যে ও দূষণ মুক্ত পরিবেশ গড়তে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের উদ্যোগে মেলায় চারা গাছ এবং জুটের ব্যাগও বিতরণ করা হয়। এমনকি, লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
হলদিয়া মেলার আজকের এই সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ ও পরিবহন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া রিফাইনারির আধিকারিক চন্দ্র কান্ত তেওয়ারী, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক, হলদিয়া উন্নয়ন পরিষদের সি.ই.ও ভিবু গোয়েল, এস.ডি.ও কুহুক ভূষণ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।