ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক দাবি আদায়ের দাবিতে AIDSO কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে ছাত্র বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা: UGC র পূর্ব ভারতীয় দপ্তর তুলে দেওয়া এবং ছাত্রছাত্রীদের একাধিক স্কলারশিপ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ও ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক দাবি আদায়ের হাতিয়ার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আজ অর্থাৎ বুধবার কলেজ স্ট্রীটে ছাত্র বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সেই প্রসঙ্গে এআইডিএসও র কলকাতা জেলা সম্পাদক মিজানুর রহমান এক বিবৃতিতে বলেন –

    আজ ১৪ ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষা ধ্বংসকারী নীল নকশা জাতীয় শিক্ষা ২০২০ প্রণয়নের অঙ্গ হিসেবে একাধিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে যা সামাজিক ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি ইউজিসির পূর্ব ভারতীয় দপ্তর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাস থেকে স্থানান্তরিত করে দিল্লিতে পাঠিয়ে দিয়ে স্বশাসিত সংস্থাকে অবলুপ্ত করতে চাইছে।

    অন্যদিকে আলিয়া ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে চক্রান্ত করে অন্য সংস্থাকে হস্তান্তরিত করছে যা ছাত্র স্বার্থের চরম বিরোধী। ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক দাবি দাওয়া আদায়ের হাতিয়ার ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে। এর প্রতিবাদে আজ AIDSO কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে কলেজ স্ট্রিট কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কলেজ স্ট্রিট চত্বরে ছাত্র বিক্ষোভ মিছিল হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সভা আয়োজিত হয়। এই বিক্ষোভ সভায় কলকাতার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষা বিনষ্টকারী নীতি, বেসরকারিকরণ, গৈরিকীকরণের ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে বক্তব্য রাখেন। বিক্ষোভ সভায় মূল বক্তা ছিলেন AIDSO রাজ্য কমিটির সভাপতি কমরেড সামসুল আলম। তিনি শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি ২০২০ এর বিরুদ্ধে বক্তব্য রাখেন ও কেন্দ্র – রাজ্য এবং পূর্বতন বাম সরকারের শিক্ষা ধ্বংসের ক্ষেত্রে যে ন্যাক্কারজনক ভূমিকা তার বিরুদ্ধে বক্তব্য রাখেন।