|
---|
নিজস্ব সংবাদদাতা :কলকাতা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে কাঁটাপুকুর মাঠে পালন করা হল বসন্ত উৎসব। we are the common people এর উদ্যোগে আবির খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল বসন্ত উৎসব।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আকাশ রায় ও স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছাত্রীরা ও বাংলা ব্যান্ড যসুস ,গৌরব শিউলি,সুরজিৎ মুখার্জী ,শ্রীতমা চ্যাটার্জী সহ বিভিন্ন শিল্পীরা।
সংগঠনের সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত জানান “আমরা বসন্ত রাগের মধ্যে দিয়েই বসন্ত রাগিনী উৎসব পালনে সচেষ্ট হয়েছি এই বছর এই উৎসবের সূচনা হলেও ভবিষ্যতেও এই বসন্ত উৎসব মহাসমারহে পালন করে যাওয়ার ইচ্ছে রয়েছে আমাদের ।”