সৈনিক ও কৃষকদের সংবর্ধিত করে অভিনব প্রজাতন্ত্র দিবস পালন তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট-

    প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ডাক দিয়েছিলেন “জয় জাওয়ান-জয় কিষাণ”। দেশের দুই স্তম্ভ জাওয়ান ও কিষানকে সংবর্ধনার মাধ্যমে ৭০ তম প্রজাতন্ত্র দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিট। আজ বালুরঘাটের ১০ নম্বর ওয়ার্ডে একটি অনাড়ম্বর কিন্তু হৃদয়গ্রাহী অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সদস্যরা পতাকা উত্তোলন, প্রাক্তন সৈনিক ও কৃষক ভাইদের সংবর্ধনার মধ্যে দিয়ে দিনটি পালন করে। আজ সকালে প্রাক্তন কর্নেল তাপস সরকার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করলেন।এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি রোহন চক্রবর্তী দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের পক্ষ থেকে প্রাক্তন সৈনিকদের উত্তরীয় পরিয়ে, পুষ্প স্তবক ও মিষ্টান্ন সহযোগে সংবর্ধিত করা হয়।এবং কৃষক ভাইদের গামছা, পুষ্পস্তবক ও মিষ্টান্ন সহযোগে সংবর্ধিত করা হয়।এই বিষয়ে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি রোহন চক্রবর্তী বলেন আজ আমরা দেশ মাতৃকার যে দুই হাত, দুই স্তম্ভ কৃষক এবং জাওয়ান তাদের আমরা সম্মাননা জ্ঞাপন করলাম। অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের উৎসাহে এই ক্ষুদ্র জেলা দক্ষিণ দিনাজপুর থেকে এই কর্মসূচী শুরু হল ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে আর এই ধরনের কর্মসূচী চলবে।