ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভা মেমারিতে

নূর আহমেদ,মেমারি : ১ অগাষ্ট মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার, মেমারি থানার অন্তর্গত,মেমারি এক নম্বর ব্লকের, মেমারি পৌরসভার অন্তর্গত চকদিঘী এলাকায় তথা শহর ইউনিয়ন অফিসে, মেমারি শহর তৃণমূল ছাত্র পরিষদ, মেমারি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি কর্মীসভার আয়োজন হয়। জানা যায় আগামী ২৮ শে আগস্ট, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসকে সফল করার উদ্দেশ্যে, সকল ছাত্র-ছাত্রী গান্ধী মূর্তির পাদদেশে যাওয়ার উদ্দেশ্য এদিন আলোচনা করা হয়। শুধুমাত্র মেমারি কলেজের ছাত্র-ছাত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি স্বপন ঘোষাল, বিভিন্ন শাখা সংগঠন ও ওয়ার্ডের সভাপতিরা, মেমারি শহর তৃণমূলের ছাত্র পরিষদের কনভেনার, এবং মেমারি ১ ব্লকের তৃণমূলের ছাত্র পরিষদের কনভেনার, মেমারি শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান সন্তু নায়েক, মেমারি শহর INTTUC -র সভাপতি শেখ আশরাফ,সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দরা।