মহররম নিয়ে বৈঠক লোকপুর থানার

নিজস্ব সংবাদদাতা- আরবি বছরের প্রথম মাস মহররম।ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যায়ের প্রতিবাদে সৈয়দ বংশের হাসান হোসেনদের সাথে এজিদের যুদ্ধ বাঁধে। সেই যুদ্ধে এক ভাই বিষের ষড়যন্ত্রে মৃত্যু বরণ করেন এবং অন্য ভাই এজিদের সৈন্যদের কাছে শহীদ হন মহররম মাসের ১০ তারিখে। সেই থেকে বিশ্ব মুসলিম জাহান হোসেন হাসানদের বিষাদ ঘন কাহিনী স্মরণ করে প্রতি বছর মহররম পালন করে আসছেন। শহীদদের স্মরণে মুসলিম অধ্যুষিত গ্রামগুলিতে তাজিয়া, নিশান, মার্সিয়া সহযোগে শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রা বা মহররম উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে , সেই উদ্দেশ্যে মঙ্গলবার বীরভূম জেলার লোকপুর থানার ব্যবস্থাপনায় এলাকার বিভিন্ন আস্তানা কমিটি, রাজনৈতিক ব্যাক্তি সহ সমাজসেবী দের ডেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্থানীয় থানার নতুন ভবন চত্বরে। সভায় শান্তি শৃঙ্খলা, সম্প্রতি বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার জন্য আহ্বান জানান। এছাড়াও ডিজে বন্ধের জন্য নির্দেশ দেন। আনন্দ করতে গিয়ে অন্যের যেন নিরানন্দ না হয়ে ওঠে এরকম কাজ থেকে সকল কে বিরত থাকার জন্য বলা হয়। উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক, লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, এস আই রনজিৎ মন্ডল, এস আই অমিত প্রামানিক, আইনজীবী সুনীল কুমার সাহা, সমাজসেবী কাঞ্চন দে, হাফিজ সামিউল খান সহ বিভিন্ন আস্তানা কমিটির সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব বর্গ।