|
---|
নিজস্ব সংবাদদাতা: বিভিন্ন দাবিতে মঙ্গলবার সিপিএমের পক্ষ থেকে আলিপুরদুয়ার পুরসভা অভিযান কর্মসূচি পালন করা হল । সিপিএমের পক্ষ থেকে এদিন ‘চোর ধরো জেল ভরো’ এই শ্লোগান কে সামনে রেখে একটি মিছিল করা হয় । শহর পরিক্রমা করে মিছিলটি পুরসভার সামনে বিক্ষোভ দেখায় । দীর্ঘক্ষন চলে এই বিক্ষোভ ।
আলিপুরদুয়ার পুরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দ্রুত চালু , বাড়ি বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্প চালু সহ একগুচ্ছ দাবি সহ এদিন সিপিএমের পক্ষ থেকে চেয়ারম্যানকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ।
সিপিএম নেতা অরুপ পাকরাশি জানান , আলিপুরদুয়ার পুরসভা একাধিক দুর্নীতে জড়িয়ে পড়েছে । এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে কর্মীরা। পাশাপাশি চেয়ারম্যান ও কাউন্সিলার এই কাজের সাথে জড়িত আছে রাজ্যের শাসক দলের মদতে বলে তিনি অভিযোগ করেন।