|
---|
নিজস্ব সংবাদদাতা: কোথাও উচ্চস্বরে ব্যান্ড বাজছে, কোথাও আবার নেশা হচ্ছে, অস্বস্তিতে ময়নাগুড়ির আমজনতা । ময়নাগুড়িতে ঐতিহ্যশালী জল্পেশ মন্দিরে জল্পেশ মেলা চলছে, গোটা শ্রাবণ মাস জুড়ে, বিশেষ করে সোমবার দিনে মন্দির প্রাঙ্গনে প্রচুর ভক্তদের সমাবেশ ঘটে। এই বছর প্রথম দিন থেকেই জল্পেশ মন্দিরের লক্ষ্য করা যাচ্ছে ভক্তদের উপচে পড়া ভিড়।
তবে ময়নাগুড়িবাসী কাছে এটাই অভিযোগ প্রতিবছরের মতো এই বছরও বিভিন্ন প্রান্তে উচ্চস্বরে ব্যান্ডের আওয়াজ বাজছে, রবিবার বিকেলের পর আওয়াজ আরো বেড়ে যায়। এছাড়া বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে নেশা করার প্রবণতা, অস্বস্তিতে পড়ছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। ময়নাগুড়ি শহর থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থান করে জল্পেশ মন্দির। গতকাল অর্থাৎ সোমবার মন্দির প্রাঙ্গণে ২ লক্ষ ভক্তের সমাবেশ হয়েছিল, প্রচুর মানুষ ভগবান শিবের মাথায় জল ঢালতে আসে, যুবকদের সমাগম বেশি ঘটে। তবে অত্যাধিক আওয়াজ বাজানো কিভাবে বন্ধ করা যায়, এছাড়া যত্র তত্র নেশা করার প্রবণতা কমানো যায় এসব বিষয় কথা চলছে বলে খবর পাওয়া গিয়েছে।