|
---|
গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন নতুন করে ‘ করোনা ‘ আক্রান্ত হলেন ফ্রান্সে
নতুন গতি ডিজিটাল ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন নতুন করে আক্রান্ত হলেন ফ্রান্সে। মোট আক্রান্ত ২১,৮৫৬ জন। তবে পরপর ২ সপ্তাহে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা কমছে। তা এখন করোনা মহামারীর আগের অবস্থায়। এই অবস্থায় মালহাউসের ১০টি ইন্টেনসিভ কেয়ার ইউনিট তুলে নিয়েছে সামরিকবাহিনী। গত একদিনে হাসপাতালে মারা গিয়েছেন ৩১১ জন। নার্সিং হোমে মৃত ২০৫ জন। হাসপাতালে রোগীর সংখ্যা কমে আসছে। সংক্রমণ শুরু হওয়ার ৪২,০৮৮ জন হাসপাতাল ছেড়ে গিয়েছেন। আগামী ১১ মে পর্যায়ক্রমে লকডাউন শেষ হতে চলেছে।