মানিকচকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার চার অপহরণকারী

 

    মালদা: আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে চার সদস্য। গোপন সূত্রের খবর জেরে অভিযান চালিয়ে এক অপহরণকারী দলকে গ্রেফতার করে মালদার মানিকচক থানার পুলিশ। ধৃতদের এদিন জেলা আদালতে পেশ করে তদন্তে নেমেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানাগিয়েছে, ধৃতদের বাড়ি মানিকচকের গোপাল পুরের বাসিন্দা, আনারুল শেখ(২৪),সফিকুল ইসলাম(১৯),সবদুল শেখ(২৪),রসূল শেখ(২২)।তাদের কাছে থাকে উদ্ধার হয় সেভেন এমএম পিস্তল,২ রাউন্ড কার্তুজ , ১টি ম্যাগাজিন , ৯ হাজার ৫৮৮ ভারতীয় আসল টাকা, একটি মোবাইল ফোন ও অপহরণ ব্যবহারকারী একটি ছোটো গাড়ি। পুলিশ আরো জানিয়েছেন, গত ৩১শে মে মালদা শহর থেকে অধীর চন্দ্র রায় নামে এক ব্যক্তি অপহরণ হয়। অধীর বাবু পেশায় একজন জীবন বীমা সংস্থার কর্মী। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকার বাসিন্দা। মানিকচকের নদীপথে ওই ব্যক্তিকে ওপার রাজ্যে নিয়ে যাওয়ার পথে কোনো ক্রমে ওই ব্যক্তি প্রাণে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। তারপর অপহৃত ব্যক্তিকে পুলিশের পরিবারের হাতে তুলে দেন। এরপরই তদন্তে নামে মানিকচক থানার পুলিশ। প্রাথমিক অনুমান পুলিশের, ধৃতরা এর আগেও নানান অপরাধ মূলক কাজের সঙ্গে যুক্ত। এদিন ধৃতদের মালদা জেলা আদালতে পাঠানোর পাশাপাশি এই অপহরণকারী দলের সঙ্গে আরও কারা জড়িত আছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।