|
---|
উজির আলী,নতুন গতি,চাঁচল: মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের তৃষ্ণা মেটাতে আর্সেনিক মক্ত জলচ্ছত্রের ব্যবস্থা করল রতুয়া ১ নং ব্লক তৃণমূল ছাত্রপরিষদ। বাহারাল ও রতুয়া হাইস্কুলের পরীক্ষার্থীদের আসন পরেছে সামসি এগ্রিল হাইস্কুলে। সামসি বদ্ধনাথপুর হাইস্কুল কেন্দ্রে সীতাদেবী ও সামসি এগ্রিল হাইস্কুলের আসন পরেছে বদ্ধনাথপুর হাইস্কুল কেন্দ্র।
ওই দুই পরীক্ষা কেন্দ্রে প্রতিক্ষালয়ের পাশাপাশি আর্সেনিক মুক্ত জলচ্ছত্র ও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি নাসিম আক্তার লাল। এদিন ওই পরীক্ষা কেন্দ্রগুলিতে পেন ও চকলেট দিয়ে পরীক্ষার্থীদের আশির্বাদ করেন জেলা পরিষদের সদস্য হুমায়ন কবির বাজনা বলে খবর।