শিলিগুড়ির পুরসভাতে প্রার্থী নিয়ে আশঙ্কায় তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা নেতৃত্ব

শিলিগুড়ি: শিলিগুড়ি কার দখলে যাবে?এ নিয়ে চিন্তা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের। এবারেও যদি তৃণমূলের দখলে না আসে শিলিগুড়ি পুরসভা,তাহলে এবারে কলকাতার কাছে আর মুখ দেখানোর জায়গা থাকবে না। সবচাইতে তৃণমূলের কাছে মাথা খারাপ করে দেবার ব্যাপার হল তাদের আভ্যন্তরীণ রেষারেষি, প্রতিটি জায়গাতেই চলছে অশান্তি এবং ঝামেলা,কে দাড়াবে এবং কাকে দাড় করানো হবে এনিয়ে এখনো কোন ইঙ্গিত দেয় নি কেউই। একদিকে যখন অন্য দলগুলি তাদের প্রার্থী খুজে বেড়াচ্ছে ওয়ার্ডে দাড়াবার জন্য অন্যদিকে একেকটি ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী তিনজনের কম নয়, কাজেই জীতবার সম্ভাবনা একশো শতাংশ হয়েও তৃণমূলের সাথে জয়ের মাঝে একটা ফাক থেকেই যাচ্ছে।

    সবচাইতে বড় খবর হল পিকের রিপোর্ট শিলিগুড়ির কয়েকজন নেতার বিরুদ্ধে,কাজেই তারাও নিশ্চিত নন টিকিট পাবার ব্যাপারে,শিলিগুড়িতে মোট 47টি ওয়ার্ডের কোনটিতেই তৃণমূলের প্রার্থী নির্দিষ্ট নয়,ফলে প্রার্থী ঘোষনা করতে গিয়ে দলের মধ্যে একটা কোন্দল লাগবে এটা নিয়েই আশঙ্কায় তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা নেতৃত্ব। জেতা তো অনেক দুরের কথা প্রার্থী ঘোষনার ফলে কি প্রভাব পড়বে পাড়ার নেতাদের উপরে এটা নিয়েও শঙ্কায় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।এবারে শিলিগুড়ির পুরসভাতে তৃণমূলের পক্ষ থেকে মেয়র শপথ নেবেন কি না এটা আপাতত সময়ের উপরই ছেড়ে দিয়েছেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রসের সাধারন কর্মীরা।