প্রার্থী তালিকা থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য জেলা সভাপতির দারস্থ হলেন নীলরতন চ্যাটার্জী

ইসলামপুর: নিজের ইচ্ছায় প্রার্থী তালিকা থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য জেলা সভাপতির দারস্থ হলেন ইসলামপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী নীলরতন চ্যাটার্জী। জেলা সভাপতির কাছে নিজের নাম প্রত্যাহারের জন্য লিখিত ভাবে জানিয়েছেন তিনি। শনিবার ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবীতে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেসের একাংশ।

    নীলরতন চ্যাটার্জী জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ধরে তৃণমূল দল করেন তিনি। প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ হওয়ায় খুব খুশি হয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি নিজের নাম প্রত্যাহার করার জন্য জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে লিখিত ভাবে আবেদন করেন।

    অন্যদিকে, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, দল ১০ নম্বর ওয়ার্ড থেকে নীলরতন চ্যাটার্জীকে প্রার্থী করেছে। জেলা সভাপতি হিসেবে আমাকে একটি লিখিতভাবে জানিয়েছেন। উনি নির্বাচনে লড়ার জন্য প্রস্তুত নন। কারণ তাঁর শারীরিক অবস্থা ভালো নেই। তাই তার নাম প্রার্থী তালিকা থেকে প্রত্যাহারের জন্য লিখিত ভাবে জানিয়েছেন। যাই হোক বিষয়টি দলকে জানাবেন বলে জানিয়েছেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।