বর্ধমান স্পন্দন কমপ্লেক্সে জামিয়াতুল আইমা অল উলামা ইমাম সংগঠনের সম্প্রীতি সভা

আসমা খাতুন,বর্ধমান : জমিয়াতুল আইম্মা অল উলামা ইমাম সংগঠনের তরফ থেকে বর্ধমানের স্টেশন সংলগ্ন স্পন্দন স্টেডিয়ামে সম্প্রীতি সভার আয়োজন করা হয় । মহা নবী হজরত মোহাম্মদ সা : অপমানের বিরুদ্ধে এই সমাবেশ । এই ইমাম সংগঠনের তরফ থেকে এর আগেও প্রতিবাদ জানানো হয়েছে। ইমাম সংগঠনের তরফ থেকে রাজ্যে হিন্দু-মুসলিম ঐক্যের বাতাবরণ তৈরি করা এবং সম্প্রীতির লক্ষ্যে এই সভা বলে জানানো হয়েছে। কোনভাবেই যাতে হিন্দু মুসলিম ঐক্যের ফাটল না ধরে সে চেষ্টা এই ইমাম সংগঠন করে যাবে । জমিয়াতুল আইমা অল উলামার এই সভাটি বর্ধমান শহরের গোদা সংলগ্ন মাঠে হওয়ার কথা ছিল। 27 সে জুন মুখ্যমন্ত্রী ওই মাঠে সভা করার কারণে ইমাম সংগঠন এই সভাটি স্পন্দন কমপ্লেক্সে আয়োজন করা হয়। ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক হাফেজ শেখ হাফেজ সিদ্দিকুল্লা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অপমানের বিরুদ্ধে নুপুর শর্মা ও নবীন জিন্দাল কে ধিক্কার জানান। তিনি বলেন নবীর অপমান আমরা কোনোভাবেই সহ্য করব না। কিন্তু আমরা হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে, আমরা যেমন নবীকে ভালোবাসি তেমনি হিন্দু মুসলিম ঐক্যের পক্ষপাতী। বহুদিন ধরে আমরা একে অন্যের পরিপূরক হয়ে বসবাস করছি । কিছু বিভেদগামী শক্তি আমাদের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে কাজ করে যাবো । এই সভায় উপস্থিত ছিলেন ঐ ইমাম সংগঠনের সভাপতি মুফতি ইমদাদুল্লা , জমিয়ত উলামায়ে হিন্দের বর্ধমান জেলা সভাপতি মৌলানা মোহাম্মদ আলী ,মৌলানা নূর আলম , হাজি মৌলানা আসরফ আলি ,সমাজকর্মী মনীষা ব্যানার্জি , সমাজ কর্মী মহেন্দ্র সিং সালুজা , হাফেজ সামসের সাহেব সহ অনেক বিশিষ্ট অতিথিরা । সংগঠনের সভাপতি মুফতি ইমদাদুল্লা কাশেমি সাংবিধান রক্ষার ডাক দেন ।মনীষা ব্যানার্জি বিজেপির অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন । হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্পন্দন কমপ্লেক্স ভরে উঠে ।