|
---|
শরিফুল ইসলাম,নতুন গতি: তুখোর যুক্তিবাদী, অসাধারণ বাগ্মী তরুণ কানহাইয়া স্বল্প সময়ে ভারতের জাতীয় রাজনীতিতে ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছেন। এবার তিনি দৃঢ় প্রতিজ্ঞ, সাধারণ নিপীড়িত-বঞ্চিত মানুষের প্রতিবাদের ভাষার মুখ হয়ে, তাঁদের দাবি বিশ্বের সর্ব বৃহৎ লোকতন্ত্রের পীঠস্থান সংসদে পৌঁছে দেবেন।
অসহায় বঞ্চিত মানুষের প্রতিনিধির হবার স্বপ্ন পূরণে তাই সতেরতম লোকসভা নির্বাচনে বামপন্থী প্রার্থী হিসাবে কানহাইয়া কুমার বেগুসরাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিপক্ষ দোর্দণ্ড প্রতাপ পোড়খাওয়া রাজনীতিক বিজেপির গিরিরাজ সিংহ।
তরুণ তুর্কি কানহাইয়া পায়ে পায়ে নির্বাচনী প্রচার অনেকটাই সেরে ফেলেছেন সাফল্যের সঙ্গে।
কিন্তু, এত বড় কর্মকান্ডের বিপুল পরিমাণ অর্থ আসবে কোথা থেকে ?
অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা মুখ বিচক্ষণ কানহাইযা এতদিনে বুঝে গেছেন, নির্বাচনী বৈতরণী পাড় করতে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা বহন করা একজন আশা কর্মীর ছেলের পক্ষে মোটেই সম্ভব নয়। তাই তিনি এবার নির্বাচনী ব্যয় বহন করতে তাঁর শুভাকাঙ্খী, সমর্থক এবং অনুরাগীদের কাছে আবেদন করলেন। এই প্রথম চালু করলেন , ক্রাউড ফান্ডিং কম্পেন সিস্টেম।
তাঁর কথায়, ” এই নির্বাচন কোনো একটি বিশেষ ব্যক্তির বিচার ধারার বিরুদ্ধে নয়। দেশের লোকতন্ত্র- সংবিধান- ন্যায় ও সমতা প্রতিষ্ঠার লড়াই। বেগুসরাই এর ভোটার তাঁকে সমর্থন করবেন ভোট দিয়ে। বাকি অংশের মানুষ তাঁকে সহযোগিতা করবেন লড়াই এ পাশে থেকে।”
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী কানহাইয়া এক ভিডিও বার্তায় নিজের কেন্দ্র ও দেশবাসীর উদ্দেশ্যে আবেদন করেন, ” তাঁর বক্তব্যকে যাঁরা সমর্থন করেন, তাঁরা যেন অনুগ্রহ করে এক টাকা অনুদান দিয়ে নির্বাচনী তহবিলে সাহায্য করেন। এক থেকে এক হাজার , যে কোনো অর্থই তাঁর কাছে মর্যাদার।”
আশ্চর্য্যের বিষয়, ভিডিও ক্লিপ টি প্রকাশের সঙ্গে সঙ্গে সাহায্য স্বরূপ অনুদান আসতে শুরু করে। এবং ঘন্টা চারেকের মধ্যেই অনুদানের অর্থ্যাংকের পরিমান পৌঁছে যায় প্রায় ত্রিশ লক্ষ’র ওপর, সূত্রে খবর।
আজ, বুধবার, দুপুর বারোটা’র পর এই মিনিট তিনিকের ভিডিও বার্তা টি তিনি তাঁর পেজে প্রকাশ করেন। এই প্রচার চলবে আগামী এক মাস ধরে। নির্বাচন তহবিলের লক্ষ্য মাত্রার পরিমান সত্তর লক্ষ টাকা বলে ধার্য্য করা হয়েছে বলে জানা গেছে।