|
---|
খান আরশাদ, রাজনগর:
রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের সহায়তা কেন্দ্র আয়োজিত হল রাজনগরে। কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। এর ফলে সমস্যায় পড়তে হয়েছে শ্রমিকদের। রাজ্য সরকার কেন্দ্রকে এ বিষয়ে বারবার আবেদন নিবেদন করলেও কোন ফল হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্য সরকার ১০০ দিনের শ্রমিকদের টাকা মেটাবে। এরই পরিপ্রেক্ষিতে অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগরেও একটি সহায়তা কেন্দ্র করা হলো মঙ্গলবার। এলাকার যেসব শ্রমিকেরা ১০০ দিনের কাজ করেছেন, অথচ মজুরি পাননি, তাদের নথিপত্র জমা নেওয়া এবং আবেদন পত্র পূরণের কাজ করা হলো। আজকের এই সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পরিমল সাহা, গাফ্ফার খান, গোপাল ধীবর, ধ্রুব কুমার ধীবর, আদিত্য সাহা সহ অন্যান্যরা।