|
---|
সেখ সামসুদ্দিন : ১০ মার্চঃ আজ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার অন্তর্গত কৃষ্ণবাজার এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মেমারি এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। ওই মহিলার নাম সুপ্তিকনা কোলে, বয়স ৫১ বছর। বাড়ি মেমারি পৌরসভার অন্তর্গত কৃষ্ণবাজারের কলেজ মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই মহিলা যে বাড়িতে থাকতো বৃহস্পতিবার সেই মহিলার ঘর থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হতে থাকে। স্থানীয়রা মেমারি থানায় খবর দিলে মেমারি থানার পুলিশ উপস্থিত হয় এবং কৃষ্ণবাজারের কলেজ মোড়ের বাড়ি থেকে মহিলার পচা গলা দেহ উদ্ধার করে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় মেমারির কৃষ্ণবাজার এলাকায়। স্থানীয় সূত্রে আরো জানা যায় ঐ মহিলা তার বোনের সঙ্গে থাকত এবং দুই বোনই মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। মৃত মহিলার বোন- মৃত মহিলার সঙ্গে বিগত তিন চারদিন ধরে থাকছিল, বৃহস্পতিবার ভোরে মৃত ব্যক্তির বোন বাড়ি থেকে বেরিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত দুই বোনের বিষয়-সম্পত্তি, একটি আশ্রমে দান করা ছিল। মেমারিতে সেই আশ্রমের পিছনেই একটি ঘরে থাকতো ওই দুই বোন, মৃত মহিলার বোন বৃহস্পতিবার ভোররাতে মেমারি আশ্রম থেকে বেরিয়ে বনোগ্রাম আশ্রমের চলে যায়। আজ সকাল থেকে দুর্গন্ধ ছড়াতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।