|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: বড়দিনের প্রাক্কালে আলোর দিশা ফেসবুক গ্রুপ এর পক্ষ থেকে এই করোনা ভাইরাস এর আবহের মধ্যে সাতরাগাছি, রামরাজারতলা, দাশনগর, টিকিয়াপাড়া ও হাওড়ার ষ্টেশনের ভবঘুরে ও দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরন করেন ওই ফেসবুক গ্রুপের সদস্য-সদস্যা দিব্যেন্দু,শ্রাবন্তী,আলপনা, কার্তিক চন্দ্র , সোমনাথ, হিমাদ্রিরা।ওই ফেসবুক গ্রুপের পক্ষ প্রায় ১২৫ জন মানুষের হাতে কম্বল বিতরন করা হয়। ওই ফেসবুক গ্রুপের একজন অ্যাডমিন কৌশিক বসু বলেন’ সারা বছর ধরে আমারা গ্রুপের সদস্যদের নিয়ে সামাজিক মূলক কাজ করে থাকি তাই এই বছরের শেষটা কম্বল বিতরনের মাধ্যমে শেষ করলাম। ওই ফেসবুক গ্রুপের পক্ষ থেকে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং কোভিড প্রোটোকল মেনে ওই দিন উনারা এই কর্মসূচি পালন করেন।