|
---|
সেখ রিয়াজউদ্দিন, পশ্চিম বর্ধমান: আজ ২৬শে আগষ্ট পশ্চিম বর্ধমান জেলার শাকতোড়িয়ায় ইষ্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড এর চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর অফিসে তিন দফা দাবি আদায়ের জন্য স্মারকলিপি প্রদান করা হয়।ই,সি,এল(আসানসোল-দূর্গাপুর) ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের ব্যানারে কোলিয়ারির প্রাইভেট সিকিউরিটি গার্ডরা মিছিল সহযোগে ইসিএলের সদর দপ্তরের সামনে জমায়েত হয়ে শ্লোগান দিতে থাকে দাবি আদায়ের লক্ষ্যে। পূজার বোনাস, তিন মাসের বকেয়া বেতন সহ পে- স্লীপ দেওয়ার জন্য আজকের এই কর্মসূচী বলে খবর। গেট জমায়েত হওয়ার পর সংগঠন প্রতিনিধি হিসেবে দু’জন গিয়ে ডিপি(ডিরেক্টর পার্সোনাল) সাহেবের কাছে তিন দফা দাবী পত্র পেশ করেন এবং চিফ সিকিউরিটি অফিসারের সাথে আলোচনার টেবিলে বসেন। আলোচনা সভা থেকে বেরিয়ে এসে জমায়েত কারীদের উদ্দেশ্যে বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে।বোনাস টা সিকিউরিটি এজেন্সির ব্যাপার, তাছাড়া বাকি গুলো এক সপ্তাহ দশদিনের মধ্যে সমাধান করার আশ্বাস দেন বলে সংগঠনের পক্ষ থেকে রমজান খান একান্ত সাক্ষাৎকারে জানান। উল্লেখ্য পান্ডবেশ্বর, ঝাঁঝরা সহ বেশ কিছু কোলিয়ারির প্রাইভেট সিকিউরিটি গার্ডদের তিন থেকে পাঁচ মাসের বেতন বাকি।