নন্দীগ্রাম জুনিয়ার হাইস্কুলে মি ডে মিলের রান্না করার ঘর দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে তবুও হেলদোল নেই কর্তপক্ষের

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ বর্ধমান জেলায় যখন মি ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, ঠিক তার উলটো চিত্র দেখা গেলো পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম জুনিয়ার হাইস্কুলে মি ডে মিলের রান্না করার ঘরটি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। স্কুলের শিক্ষকদের অভিযোগ আমরা মি ডে মিলের রান্না করার ঘরটি খারাপ থাকার জন্য ব্লক অফিসে অনেকবার দরখাস্ত করেছিলাম সেই বিষয়ে ব্লক অফিস থেকে কোনো আশ্বাস পাইনি। স্কুলের রাধুনিদের অভিযোগ স্কুলের মি ডে মিলের রান্না ঘরে রান্না করার সময় খুব অসুবিধা হয়। স্কুলের শিক্ষকদের অভিযোগ বর্ষার সময় মি ডে মিল স্কুল পড়ুয়াদের খাওয়াতে গেলে খুব অসুবিধা হয়। স্কুলের ছাত্র – ছাত্রীদের অভিযোগ মি ডি মিলের রান্না ঘরটি খুবি খারাপ থাকার জন্য সমস্যা মধ্যে পড়তে হয়। ২৬ শে আগস্ট নন্দীগ্রাম জুনিয়ার হাইস্কুল পরিদর্শন করতে আসেন কাটোয়া ২ নং ব্লকের মি ডে মিলের আধিকারিক গৌতম দে। কাটোয়া ২নং ব্লকের মি ডে মিলের আধিকারিক গৌতম দে মি ডে মিলের রান্না ঘরটি ঘুরে দেখেন। স্কুলের শিক্ষকরা ও স্কুলের রাধুনিরা মি ডে মিলের রান্না ঘরটি সম্পর্কে সব কথা খুলে বললেন কাটোয়া ২নং ব্লকের মি ডে মিলের আধিকারিক গৌতম দের কাছে। আজকে কাটোয়া ২ নং ব্লকের মি ডে মিলের আধিকারিক গৌতম দে আশ্বাস দেন সব ব্যাপারে খতিয়ে দেখা হবে।