পুলওয়ামার হামলা পরিকল্পিত’ বললেন প্রাক্তন গভর্নর আজিজ কুরেশি

নতুন গতি নিউজ ডেস্ক: মিজোরামের প্রাক্তন গভর্নর আজিজ কুরেশি পুলওয়ামা সন্ত্রাসী হামলার বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। যে হামলার ঘটনায় ৪০ জনের বেশি সিআরপিএফ জ‌ওয়ান শহীদ হয়েছিলেন।
মার্চ মাসে ঘটনা ঘটার পর এপ্রিলের মাঝামাঝি সংবাদ সংস্থা এএনআই – এর এক টুইটার বার্তা থেকে জানা যায় যে, আজিজ কুরেশি বলেছেন, “Plan karke aapne ye karwaya taki apko mauka mile, lekin janta samajhti hai. Agar Modi ji chahein ki 42 jawanon ki hatya karke, unki chitaon ki raakh se apna rajtilak kar lein, janta nahi karne degi.” অর্থাৎ “আপনি পরিকল্পনা করে এটি করিয়েছেন যাতে আপনি সুযোগ পান, কিন্তু জনগন এটা জানে। মোদি যদি চান যে ৪২ জন জওয়ানকে হত্যা করে তাদের চিতার ছাই দিয়ে ক্ষমতায় আরোহণ করতে পারবেন, তাহলে জনগণ তা অনুমোদন দেবে না।”

    জি নিউজের একটি রিপোর্ট অনুসারেও জানা যায় যে, পুল‌ওয়ামা হামলার ঘটনা প্রসঙ্গে কুরেশির প্রশ্ন হলঃ- “বিস্ফোরক বোঝাই গাড়িটি জম্মু ও কাশ্মীরে প্রবেশ করল কীভাবে এবং গাড়িটির প্রবেশের অনুমতিই বা দিল কে ?
    আজিজ কুরেশি মিজোরামের ১৫ তম গভর্নর ছিলেন। তিনি উত্তরাখণ্ডের এবং উত্তর প্রদেশের গভর্নর হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

    পুলওয়ামা হামলার বিষয়ে বিতর্কিত মন্তব্য অবশ্য কুরেশিই প্রথম করেননি। মার্চ মাসে পুলওয়ামার হামলায় ৪০ জন সিআরপিএফ সৈন্যদের মৃত্যুর বিষয়ে সন্দেহ প্রকাশ করে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ‌ও বিতর্ক সৃষ্টি করেছিলেন।
    তার‌ও আগে প্রবীন এসপি নেতা রাম গোপাল যাদব‌ও পুলওয়ামা হামলার ঘটনায় বিরাট “ষড়যন্ত্র” আছে বলে দাবি করেছিলেন। যার পরিপ্রেক্ষিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম গোপাল যাদবকে নিঃশর্তে ক্ষমা চাইতে বলেছিলেন।