|
---|
নবাব মল্লিক ও আনজুম মুনির, কলকাতা: ভিতরে মুখ্যমন্ত্রী। বাইরে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। এসএসকেএম চত্বর জুড়ে তুমুল উত্তেজনা। এনআরএস-এ এবং আগেও বহুবার রোগীর পরিবারের আত্মীয়ের হাতে চিকিত্সক নিগ্রহের ঘটনায় সুবিচারের দাবিতে সরব জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। সব মিলিয়ে এসএসকেএম-এ কান পাতলেই শোনা যাচ্ছে, ‘উই ওয়ান্ট জাস্টিস।’ আর কাজে যোগ দেওয়ার জন্য ৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী দিলেন চরম হুঁশিয়ারি। হস্টেল খালি করার নির্দেশ দিলেন।
এ দিন হাসপাতালে গিয়ে প্রথমে জরুরি বিভাগের সামনে এবং গোটা চত্বরের পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তার পর জরুরি বিভাগের সামনে এক রোগীর সঙ্গেও কথা বলেন। তার পরই কড়া বার্তা দিতে শুরু করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আজকের মধ্যে কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। এনাফ ইজ এনাফ। মানুষকে পরিষেবা দিতে হবে। দমকল যদি বলে আগুন নেভাব না, পুলিশ যদি বলে কাজ করব না— সেটা হতে পারে না।’’
এর পর আরও কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে শুরু করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে চিকিৎসকদের। না হলে সরকার পাশে থাকবে না। যাঁরা কাজে যোগ দেবেন, তাঁদের সব রকম সাহায্য করা হবে। কিন্তু যাঁরা যোগ দেবেন না, তাঁদের পাশে সরকার থাকবে না।’’ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এরা জুনিয়র ডাক্তার নন, সব আউটসাইডার।’