তেঘরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট, পপুলার ফ্রন্টের রাজ্যসড়ক অবরোধ

রাইহানুল হক, মুর্শিদাবাদ: বিদ্যুৎ বিভ্রাটসহ একাধিক সমস্যার প্রতিবাদে তেঘরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে রাজ্যসড়ক অবরোধ করলো পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জঙ্গিপুর মহকুমা শাখা । এই জুনের তীব্র দাবদাহের মধ্যেই মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আজ দুপুর পর্যন্ত মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ -২ ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলে বিদ্যুত বিভ্রাট। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে ভর্তি থাকা শতাধিক নিরুপায় রোগী তেঘরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে রাত কাটাতে বাধ্য হন। রোগীরা বারংবার হাসপাতাল কর্তৃপক্ষ ও বিএমওএইচের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাদের কথায় কেউই কর্ণপাত করেনি । অপরদিকে নার্সরা তাদের ঘরে ফ্যানের হাওয়া খেতে থাকে । সারারাত টয়লেটে জল না থাকায় রোগীরা বাধ্য হয়ে অস্বাস্থ্যকর টয়লেটের বাইরেই প্রকৃতির ডাকে সাড়া দেয় ।

    এমতবস্থায় খবর পেয়ে সকালে স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জঙ্গিপুর মহকুমা সভাপতি মোঃ আব্দুর রহমান ও সম্পাদক নজরুল ইসলাম এবং সোস্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রঘুনাথগঞ্জ বিধানসভা সভাপতি জাকির হোসেন ও সম্পাদক মোঃ সেলিম । তাঁরা সকাল থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ও বিএমওএইচের সাথে দেখা করে সমস্যা সমাধানের চেষ্টা করেও কোনো লাভ হয়নি । বাধ্য হয়ে তাঁরা সকাল ১০টা থেকে পথ অবরোধের সিদ্ধান্ত নেন । পপুলার ফ্রন্ট ও এস.ডি.পি.আইয়ের যৌথ নেতৃত্বে হাসপাতালে ভর্তি থাকা শতাধিক রোগীসহ এলাকাবাসী পথ অবরোধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে । প্রায় একঘণ্টার অবরোধে স্তব্ধ হয়ে যায় যান চলাচল । এরফলে নড়েচড়ে বসে প্রশাসন । ঘটনাস্থলে হাজির হন রঘুনাথগঞ্জ থানার ওসি, রঘুনাথগঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক ও সহ উন্নয়ন আধিকারিক, জঙ্গিপুর ইলেকট্রিক সাপ্লাই আধিকারিক । তড়িঘড়ি ব্লক উন্নয়ন আধিকারিক জেনারেটরের ব্যবস্থা করলে ক্ষুব্ধ জনতা শান্ত হন। ব্লক আধিকারিক, জঙ্গিপুর এস.এস.এম, বিএমওএইচের সাথে বৈঠকে পপুলার ফ্রন্টের মোঃ আব্দুর রহমান, নজরুল ইসলাম ও এস.ডি.পি.আই.য়ের জাকির হোসেন, মোঃ সেলিম সুষ্ঠ চিকিত্সা ব্যবস্থা, পানীয় জল, পরিচ্ছন্ন শৌচালয়, জেনারেটর, ওটিসহ দশদফা দাবী পেশ করেন ।