মণিপুরে শান্তি ফেরানোর দায়িত্ব দেওয়া হলো অমৃত সঞ্জেনবামকে

দেবজিৎ মুখার্জি: গত চার মাস ধরে মেতেই-কুকি জাতিদাঙ্গার আগুনে জ্বলছে মণিপুর। এবার হিংসাধ্বস্ত মণিপুরে শান্তি ফেরানোর দায়িত্ব দেওয়া হলো ২০১৫ সালে মায়ানমারে সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক অবসরপ্রাপ্ত কর্নেল অমৃত সঞ্জেনবামকে। তাঁকে আগামী পাঁচ বছরের মেয়াদের জন্য মণিপুর পুলিশ বিভাগের সিনিয়র সুপারিনটেনডেন্ট (কমব্যাট) পদে নিযুক্ত করা হয়েছে।