আবারো বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
মৎস্য দপ্তর সূত্রে খবর, গত ২১এ জুলাই পাথরপ্রতিমা মৎস্য বন্দর থেকে ১৬ জন মৎসজীবিকে নিয়ে এফবি তারা মা নামক ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দেয়। বাংলাদেশ সীমান্তের কাছে তারা যখন মাছ ধরছিল তখনই হঠাৎই ঢেউয়ের ধাক্কায় ট্রলার টি ভেঙে যায়। ওই ট্রলারের মধ্যে ধীরে ধীরে জল ঢুকতে শুরু করে তাতেই ডুবতে থাকে ট্রলারটি। প্রাণ বাঁচাতে ওই ট্রলারে থাকা ১৬ জন মৎসজীবি ঝাঁপ দেয় সমুদ্রে। তাদের সঙ্গে মাছ ধরতে যাওয়া অন্যান্য ট্রলার গুলি এগিয়ে এসে ১৬ জনকে উদ্ধার করে। তবে ডুবে যাওয়া ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

    তারা মা ট্রলার টি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির সানকিজাহানের কৃষ্ণ দাসের । দীর্ঘ দিন কেটে গেলে ও মিলছেনা পর্যাপ্ত পরিমাণে মাছের দেখা। দিনের পর দিন সমুদ্র কৃপণ হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা লগডাউনে রুজি রোজগারের এক মাত্র অবলম্বন মাছ ধরা। সেটা খুইয়ে মাথায় হাত কৃষ্ণ দাসের। করোনা নামক মারণ ভাইরাসে পৃথিবী এই মুহূর্তে স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি । তার উপর সব খুইয়ে মাথায় হাত তাদের।