|
---|
শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:- ফসলের দাম নেই, চরম ক্ষতির মুখে কৃষকেরা,তাই বিঘের পর বিঘে মাঠের ফসল মাঠে ট্র্যাক্টর দিয়ে নষ্ট করছে কৃষকেরা।এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় । জানাযায় ঘাটাল ব্লকের খাসবাড়,বালিডাঙ্গা,মনসুকা সহ, দাসপুরের বিভিন্ন এলাকার কৃষকেরা, এই সময় লঙ্কার চাষে করে, এক কথায় বিঘের পর বিঘে লঙ্কা চাষ করে জীবিকা নির্বাহ করতেন।
অন্যান্য বছরের মতো এই বৎসরও লঙ্কা চাষ করে, ফসল ভালো হলেও লঙ্কার দাম না থাকায় চরম বিপাকে কৃষকেরা তাই মাঠের ফসল মাঠে ট্রাকটার দিয়ে নষ্ট করছে কৃষকেরা , বিকল্প চাষের আশায়। কৃষকদের দাবি এক বিঘে লঙ্কা চাষ করতে, ওষুধ থেকে মজুরি, এমনকি জমির মাটি তৈরি করতে বিঘে পিছু খরচ ৩৫ থেকে ৪০ হাজার টাকা । সেই চাষ করে ফসল হলেও বর্তমানে লঙ্কার দাম বাজারে ১০ থেকে ১২ টাকা কিলো, আর তাই লঙ্কার দাম না থাকায় মাথায় হাত কৃষকদের। অগত্যা মাঠের ফসল মাঠেই ট্র্যাক্টর দিয়ে নষ্ট করে দিচ্ছে কৃষকেরা।