বিশ্ব ফার্মেসী দিবস উপলক্ষে রক্তদান শিবির

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- রক্তের মূল‍্য বুঝেছে তাজা রক্তের কিশোর-কিশোরীরা। তবে শুধু আবেগে নয়, স্বাস্থ‍্য আন্দোলনের প্রয়োজনীয়তাও বুঝে। তাই বিশ্ব ফার্মেসী দিবস উপলক্ষ‍্যে রক্তদান শিবিরের আয়োজন করল বীরভূম ফার্মেসী স্কুল। আজ বিশ্ব ফার্মেসী দিবসের দিনে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার বাঁধেরশোলের কাছে বীরভূম ফার্মেসি স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির।

    এদিন শিবিরে ৪০ জন ছাত্র-ছাত্রী রক্তদান করেন।উল্লেখ্য, প্রত্যেক বছর এখানকার ছাত্র-ছাত্রীরা বিশ্ব ফার্মাসি দিবস উপলক্ষে মানুষকে সচেতনতার লক্ষ্যে নানান ধরনের কর্মসূচি নিয়ে থাকেন।সেরূপ গতবারের ন্যায় এবছরেও বেছে নিয়েছেন রক্তদান কর্মসূচি। শুধুমাত্র রক্তদানই আজকে উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য আরও বড় কিছু করার। আর সেই জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রী আজ রক্ত পরীক্ষা করান। এরপর ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপের তালিকা তৈরি করে বীরভূম ফার্মেসী স্কুলে টাঙ্গানো থাকবে। গুরুত্বপূর্ণ সময় যাতে মানুষকে রক্ত দিতে পারি, সেই উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান বলে জানান বীরভূম ফার্মেসী স্কুলের সভাপতি অসীম কুমার নায়ক। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, অসীম কুমার নায়ক, রাম বিশ্বজিত নায়ক, দীপক দে, সৌভিক মিশ্র সহ আরও অনেকে।