নদী বাঁচাতে পায়ে হেঁটে প্রতিবাদ জলঙ্গি নদী সমাজের

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি,নদীয়া; নদী বাঁচাতে অভিনব পন্থা গ্রহণ করল নদীয়া জেলার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংস্থা জলঙ্গী নদী সমাজ সাধারণ মানুষের মধ্যে নদী বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে রবিবার কৃষ্ণনগরের বিসর্জন ঘাট থেকে পানিনালা পর্যন্ত ৮ কিলোমিটার পদযাত্রার আয়োজন করা হয়। তবে সাড়ে ৬ কিলোমিটার পরেই ফাঁকা জায়গায় পদযাত্রা সমাপ্ত করা হয় এই প্রসঙ্গে জলঙ্গী নদী সমাজের পক্ষে অমিতাভ সেনগুপ্ত জানান মানুষকে সচেতন করতেই মূলতঃ এই পদক্ষেপ, সকল রাজনৈতিক দলের কাছে ভোট ইশতেহারে নদী কে নিয়ে কি ভাবনা রয়েছে তা স্পষ্ট করে নির্বাচন এর ইশতেহারে লিখতে হবে।

    প্রশাসনের কাছে আবেদন জলঙ্গি নদীকে অবিরল বৈতে দেওয়ার ব্যবস্থা করতে হবে মাঝি জেলে সম্প্রদায় প্রান্তিক চাষীদের অধিকার সুরক্ষিত করতে হবে নদী বাঁধল কোমর চট জাল নিষিদ্ধ করতে হবে রিভার গার্ড এর ব্যাবস্থা অবিলম্বে করতে হবে। এর আগেও আমরা প্রশাসন এর কাছে লিখিতভাবে জানিয়েছি এবং আজকের পদযাত্রায় বিভিন্ন প্ল্যাকার্ড,পোষ্টারের মাধ্যমে সেগুলো কে আবার তুলে ধরা হলো জলঙ্গী নদী সমাজ এর ডাকে সাড়া পা মেলালেন বিভিন্ন সংগঠন। রাস্তায় হাঁটলেন প্রায় শতাধিক মানুষ। নদীয়া জেলার বাইরে থেকেও অনেকে সামিল হন এই কর্মসূচিতে।