আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে উত্তেজিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক এস আই সহ পুলিশকর্মীরা

নতুন গতি, ওয়েব ডেস্ক : কালিয়াচক থানার মজমপুর গ্রাম পঞ্চায়েতের ইমাম জাগিরে একাধারে মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে উত্তেজিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক এসআই সহ পুলিশকর্মীরা। জানা যায় মজমপুর এর ইমাম জাগিরে রবিবার রাত্রে ভলিবল প্রতিযোগিতা চলছিল, সে সময় পুলিশের নিকট বিশেষ সূত্রে খবর আছে একাধিক মামলায় জড়িত হাজরু শেখ সেখানে উপস্থিত হয়েছে। খবর পাওয়া মাত্রই কালিয়াচক থানার পুলিশ বাহিনী ছুটে যায় ইমাম জাগির এলাকায়। সেখানে সেই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে ঝামেলা বাধে পুলিশের। দুষ্কৃতীদের বাসের গুরুতর আঘাতের মাথা ফেটে যায় কালিয়াচক থানার এসআই বিশ্বজিৎ গুহর এবং আক্রান্ত হয় আরও কয়েক জন পুলিশ কর্মী। সেই সুযোগে পালাতে সক্ষম হয় একাধিক মামলার আসামি হাজরু শেখ।

     

    পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ মারফতে খবর আসে মজমপুর এর ইমাম জাগিরে ১৭ টি মামলায় যুক্ত নিখোঁজ আসামি হাজরু শেখ উপস্থিত হয়েছে । কালিয়াচক থানার পুলিশ তাকে সেখানে ধরতে গেলে স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে ঝামেলা বাধে। একজন এসআই বিশ্বজিৎ গুহর মাথা ফেটে যায় হাসপাতলে নিয়ে গেলে তার মাথায় ৭ টি সেলাই করা হয়।

     

    পরবর্তীতে কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে মারপিটের ঘটনায় যুক্ত ৮ জন আসামিকে গ্রেপ্তার করে। তারা হল ১)সেলিম সেখ 46 বছর বয়স 2)বাহাদুর সেখ 70 বছর বয়স ৩) আব্দুলাহি কাইফ 36 বছর বয়স ৪)রহমান শেখ 42 বছর বয়স ৫) সাত্তার খান 71 বছর বয়স ৬)মোস্তফা সেখ 24 বছর বয়স ৭)ফিরোজ খান 42 বছর বয়স ৮)মোহাম্মদ আবদুল গফার খান 42 বছর বয়স সবার বাড়ি মোজমপুর গ্রাম পঞ্চায়েতের ইমাম জাগির এলাকায় অর্জনকে আজ মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।