|
---|
নিজস্ব সংবাদদাতা : বাড়িতে পাঁচিল দেওয়া নিয়ে ভাসুরের সঙ্গে ভাইয়ের বৌয়ের ঝামেলার সূত্রপাত। তার জেরেই শেষে ভাসুরের হাতে খুন হয়ে গেলেন ওই মহিলা। মৃতার নাম ঝুমা বাউরি (৩৮)। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাছে অন্ডালে (Andal)। অভিযুক্ত ভাসুরকে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ। তার কঠোর শাস্তির দাবি করেছেন মহিলার (woman) স্বামী-সহ বাপের বাড়ির লোকজন।
জানা গিয়েছে, অন্ডালের ছোড়া এলাকার বাসিন্দা ওই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়িতে পাঁচিল দেওয়া নিয়ে বিবাদ চলছিল। (Andal)
ভাইয়ের বৌ ঝুমা বাউরি চাইছিলেন পাঁচিল তুলতে। যাতে রাজি হচ্ছিলেন না ভাসুর স্বাধীন বাউরি। শুক্রবার সকালে সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। তারপরেই ভাসুর স্বাধীন বাউরি ভাইয়ের বৌকে হঠাৎ ভোজালির কোপ মারে। রক্তাক্ত অবস্থায় ওখানেই পড়ে ছটফট করতে শুরু করেন মহিলা।
সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। একদিন পর শনিবার দুপুরে মৃত্যু হয় ঝুমাদেবীর। এরপরই অভিযুক্ত ভাসুরের বিরুদ্ধে অন্ডাল থানায় খুনের অভিযোগ দায়ের করে ঝুমার বাপের বাড়ির লোকজন।