|
---|
রফিকউদ্দিন মণ্ডল: ১৬মে বৃহস্পতিবার,পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড ফলাফল প্রকাশিত করলো ২০১৯ এর,সল্টলেক আজাদ ভবনে প্রেস কনফ্রারেন্স করেন৷ মাদ্রাসা বোর্ডের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন ফলপ্রকাশ করেন,হাই মাদ্রাসার, আলিম, ফাজিল৷
উপস্থিত ছিলেন সচিব রেজওয়ানুল করিম তরফদার,উপসচিব ডাঃ আজিজার রহমান ও মাদ্রাসা পর্ষদের সদস্য পীরজাদা এ.কে এম. ফারহাদ ও বোর্ডের অন্যআন্য সদস্য ছিলেন৷ হাই মাদ্রাসার মোট পরীক্ষার্থী ছিলো ৪৫৯৫০, হাই মাদ্রাসার প্রথম দশ জন নাম প্রকাশ করেন৷ প্রথম হয়েছেন সাহেনুল হক নাম্বার৭৭১(96.38%), ত্রীমহিনি হাই মাদ্রাসা, মুর্শিদাবাদ৷ দ্বিতীয় হয়েছে আবু দাউদ পাখিরা নাম্বার ৭৫৭(94.63%)সম্মিলিনি হাই মাদ্রাসা,বাঁকুড়া,৷ তৃতীয় হয়েছে মহাম্মদ হাসমত আলি শাহ,সম্মলিনি হাই মাদ্রাসা,বাঁকুড়া৷ হাই মাদ্রাসা মোট পাশের হার (৮৩.২০%)৷ ছাত্র পাশের হার, ৮৮.১৭%৷ ছাত্রী পাশের হার ৮০.৮৯%৷ আলিমে মোট পরীক্ষার্থী ছিলো ৮৯১৫জন,প্রথম হয়েছে সেখ ওয়াসিমউদ্দিন নাম্বার ৮৪৫, আমডাঙ্গা কেন্দ্ররীয়া সিদ্দীকীয়া হামিদিয়া রাহানা সিনিয়ার মাদ্রাসা,উ.২৪পরগণা৷ দ্বিতীয় হয়েছে মহ আসিফুল আমীন নাম্বার ৮৩৮,হাদীপুর সাহা আনোয়াররুল উলুম সিনিয়ার মাদ্রাসা,উ ২৪পরগণা৷তৃতীয় হযেছে সেখ সামিম আখতার নাম্বার ৮২৮,আমডাঙ্গা কেন্দ্রীয়া সিদ্দিকীয়া হামিদিয়া রহনা সিনিয়ার মাদ্রাসা,উ ২৪পরগণা৷ ফাজিল মোট পরীক্ষার্থী ছিলো ৩৭৪০জন৷ প্রথম হয়েছে সেখ হাবিবুল্লাহ্ নাম্বার ৫৪০,সীতাপুর এনডোমেণ্ট সিনিয়ার মাদ্রাসা,হুগলী,দ্বিতীয় হয়েছে মহ হাসানুর রহমান মোল্লাহ নাম্বার ৫৩৬৷ বোনামালিপুর আবু জাফারিয়া সিদ্দীকীয়া সিনিয়ার মাদ্রাসা,
দ. ২৪পরগণা৷ তৃতীয় হয়েছে মহ আলমগীর মোল্লাহ নাম্বার ৫৩৪,সাতুলিয়া ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসা,দ.২৪পরগণা৷ এ বছর ভালো ফল হয়েছে বলে জানান মাদ্রাসা শিক্ষাপর্ষদ৷