ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত বসতবাড়ি, পরিবারের সাথে দেখা করেন বিধায়ক আব্দুর রহিম বকশি

মালদহ: আজ মালদা জেলার মালতিপুর বিধানসভা কেন্দ্রের ভাকরি অঞ্চলের গোরাকপুর গ্রামের বাসিন্দা জাহানারা বেওয়ার বসতবাড়ি ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত এবং বাড়িতে থাকা সকল আসবাবপত্র।

    জীবনের সবটুকুই কাজে লাগিয়ে রাত দিন এক করে তিল তিল করে যোগান করা অর্থ দিয়ে তৈরি করা হয় স্বপ্নের বাড়ি আর সেই স্বপ্নের বাড়ি যদি মুহূর্তের মধ্যে আগুনে গ্রাস হয়ে যায় হ্যা এমনই দুঃখ ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে ভাকরি অঞ্চলে ।

    ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত বসতবাড়ি এবং বাড়িতে থাকা সকল আসবাবপত্র চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভাকরি অঞ্চলের গোরাকপুর গ্রামের জাহানারা বেওয়ার বাড়ি এলাকাবাসী ও পরিবার সূত্রে যানাযায় রাতে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে সেই মুহূর্তে পরিবারের সকল সদস্য ঘুমন্ত অবস্থায় থাকলেও পরিবারের একজনের চোখে সেই দৃশ্য পড়ে তখনই তিনি চিৎকার চেচামেচি শুরু করেন এবং পরিবারের লোকজনকে ঘর থেকে বাইরে নিয়ে আসেন মুহূর্তের মধ্যে আগুন ক্রস করে নেই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় ,তবে এলাকাবাসির সহযোগিতায় তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এ ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী যদিও এ আগুনের ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে এদিকে এই ঘটনা শুনে পেয়েই ঘটনাস্থলে পৌঁছেযান ও পরিবারের সাথে দেখা করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস এর সভাপতি তথা বিধায়ক মাননীয় আব্দুর রহিম বকশি। তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী,জামা কাপড় কিছু অর্থ তুলে দেন ও সরকারি ও বেসরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।