|
---|
নিজস্ব সংবাদদাতা : জনসাধারণের জন্য চিকিৎসা পরিষেবা অব্যাহত আছে এই ভরা পুজোর মরসুমে শিলিগুড়ি হাসপাতালে। শিলিগুড়ি জেলা হাসপাতালের উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের সাথে স্বাস্থ্য পরিষেবার তত্ত্বাবধানে আজ দুপুরে কিছুক্ষণ আলোচনা করলেন মেয়র গৌতম দেব। হাসপাতালের আধিকারিকদের সাথে অনেকক্ষন আলোচনা করে মেয়র জানালেন এই মাসে পুরোপুরি পূজোর মরসুম।আর এই সময় নানান অসুখ বিশুখ লেগেই থাকে।তাই নানাভাবে পরিসেবা দেবার ব্যাপারে আলোচনা হল।যাতে কেউ বিপদের সময় হাসপাতালে এসে ফিরে না যায়। গোটা হাসপাতালকে একেবারে পরিচ্ছন্ন রাখতে কিছু বিশেষ ব্যাবস্থা নেবার কথা ভাবা হয়েছে বলে জানালেন মেয়র গৌতম দেব। তিনি আরো জানান শিলিগুড়ি হাসপাতাল সেরার শিরোপা পেয়েছে তাই এই সুনাম ধরে রাখতে আমরা বদ্বপরিকর।