চাঁচলের মহানন্দাপুর জিপিতে ইসলামিক জালসা, জালসা শ্রবনে বাংলা-বিহার

উজির আলী,চাঁচল: ২১ নভেম্বর প্রতিবারের মতো এবারেও মালদহের চাঁচল থানার অন্তর্গত মহানন্দাপুর জিপির ধঞ্চনা, হাড়িয়ান ও বেলপুকুর আহলে সুন্নত মিসবাহুল উলুম আইনায়ে হিন্দ গরীব নাওয়াজ মিশনের উদ্যোগে হয়ে গেল এক নৈশ ইসলামিক জালসা।
বুধবার সারা রাত ধরে চলে এই জালসা।
তারই মধ্যে এদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীরভূম জেলা থেকে আগত মোহাম্মদ আল হাসেনাইন।
পবিএ কোরান ও হাদীসের ব্যাখা নিয়ে জালসায় উপস্থিত ভক্তদের আপ্লুত করেন তিনি।
এছাড়াও এদিনের জালসায় জেলা ও ভিন জেলা- রাজ্য থেকে আসা মোট আট জন ইসলামিক বক্তা বক্তব্য রাখেন।
মাদ্রাসা কমিটির সভাপতি মকিমুদ্দিন জানায়, ৫০ বছর ধরে এখানে গ্রামবাসীর উদ্যোগে জালসা হয়ে আসছে। ২০১৬ সালে এলাকায় মাদ্রাসা স্থাপিত হওয়ায় সেখানেই এই অনুষ্ঠান সংযোগ করে গ্রামবাসী।
একদিনের জালসা কে কেন্দ্র করে ৩ টি গ্রাম উৎসব মুখরিত হয়ে ওঠে।
কমিটি সূত্রে জানা যায়,দুর দুরান্ত থেকে আসা ব্যবসায়ীরা দোকান নিয়ে বসলে জালসার মেলায় বেশ ভীড় দেখা দেয়। পার্শ্ববর্তী মল্লিকপাড়া, জগন্নাথ পুর, রামদেবপুর, এছাড়াও মহানন্দার ওপার রাজ্য বিহার থেকেও ভক্তগন অনুষ্ঠানে যোগ দিয়ে জনসমাগম বেশ ভালোই ঘটায়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভোর রাতে জালসা সমাপ্তি ঘটে বলে খবর।
সূত্রের খবর, মুনিহারি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা,শীত বস্ত্র ও বিভিন্ন ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান বসায় এই জলসায়। ফল স্বরুপ বিশৃঙ্খলা রুখার জন্যে কমিটিকে কড়া নিরাপত্তার মাধ্যমেই মেলা পরিচালনা করতে হয়েছে বলে জানান উদ্যোক্তারা।