জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষে কান্দি মহকুমা হসপিটালে রক্ত দান শিবির

আজিম সেখ,নতুন গতি, মুর্শিদাবাদ:-কেন্দ্র ও রাজ্য সরকার দেশে ও রাজ্য জুড়ে’লক-ডাউন’ ঘোষণা করেছেন এবং মহামারী আইন কার্যকর করেছেন। এমতাবস্থায় রাজ্যের বিভিন্ন হসপিটালে রক্তের সঙ্কট দেখা যাচ্ছে তাই 

    কান্দি মহকুমা হসপিটালে ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন এর পক্ষে থেকে আজ ১২/০৪/২০২০ রবিবার কান্দি হসপিটালে ব্লাড ব্যাঙ্কে একটা রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছিল।


    জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের কমিটির সম্পাদক আমিনুল সেখ বলেন,, এখন গোটা বিশ্ব জুড়ে করনার মহামারি চলছে,, এই সময় হসপিটাল গুলিতে রক্তের সঙ্কট দেখা যাচ্ছে,, সেই কারণেই হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে করোনার বিধিনিষেধ পালন করেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।


    ১৫ জন রক্ত দাতা রক্ত দান করেছেন, আরও ১০ জন রক্ত দাতা উপস্থিত ছিলেন কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন আগামি দিনে প্রয়োজন পরলে আবার আমরা যোগাযোগ করবো।