ঢাকাতেও বর্ধমানের গাছ গ্রুপ সমাদৃত : সংবর্ধিত হলেন মেহবুব হাসান।

লুতুব আলি, ১৫ মার্চ : বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপ নিরন্তর তার প্রয়াস অব্যাহত রেখেছে। সর্বোপরি গাছ গ্রুপের প্রাণপুরুষ জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরূপ চৌধুরী নেতৃত্বে গাছ আজ পল্লবিত। এই গ্রুপের প্রত্যেক সবুজ কর্মী ই স্ব স্ব ক্ষেত্রে বিশেষ পারদর্শী। কেউ নৃত্যে, কেউ গানে কেউ কবিতায় সমৃদ্ধ। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, আমলা, আধিকারিক দের উপস্থিতিতে এই গাছগ্রুপ প্রাণিত। অরূপ চৌধুরী মহাশয় এর এই চেতনায় শাণিত হয়ে প্রত্যেককেই গাছ গ্রুপের আদর্শকে মেলে ধরছেন। বর্ধমানের ভূমিপুত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মেহবুব হাসান ও বিশিষ্ট শিক্ষক শেখ হাবিবুল্লাহ ঢাকার অনুষ্ঠানে গাছ গ্রুপের আদর্শকে সকলের সামনে তুলে ধরলেন এবং সমাদৃত হলেন। বাংলাদেশের ঢাকায় জাতীয় স্তরের অনুষ্ঠানে বর্ধমানের গাছ গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশের লেখক, সম্পাদক, সংগঠক, বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি সাদা তুল্লা খানকে মেহগনি গাছ ও উত্তরী দিয়ে সম্মানিত করেন মেহবুব হাসান ও শেখ হাবিবুল্লাহ। সঙ্গে ছিলেন বর্ধমানের শিক্ষক ডা: শেখ জাহাঙ্গীর, লোকশিল্পী শিলা ভট্টাচার্য, অরুণ ভট্টাচার্য। উল্লেখ্য, ঢাকার বক্স বাজারে মহেশখালী উপজেলায় অনুষ্ঠিত হলো ষষ্ঠ মহেশখালী আন্তর্জাতিক লেখক, বইমেলা ও সংস্কৃতি উৎসব ২০২৩। আয়োজক বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদ। এই উৎসব সংগঠিত হন মেহবুব হাসান। উৎসবের উদ্বোধন করেন বক্স বাজার জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি র. আ. ম. ওবায়দু হ ও মুক্তাদির চৌধুরী এমপি অশোক উল্লাহ রফিক। অনুষ্ঠানে মেহেবুব হাসানকে সম্মানিত করেন সংসদ সদস্য ওবায়দূহ মুক্তাদির চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক কবি ড: মোহাম্মদ আব্দুল হাই, কামরুল হাসান সিদ্দিকী, শাহিদ আহমেদ বাবু, রাহুল আমিন, অধ্যাপক সুকুমার দত্ত প্রমুখ। মহেশখালী উপজেলার মিলনায়তনের এই উৎসবকে ঘিরে ব্যাপক উন্মাদনার সঞ্চার হয়।