|
---|
নতুন গতি প্রতিবেদক,কলকাতা:
পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে লড়ার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে এআইএমআইএম। ২০২১-এর বিধানসভা ভোটে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে তাঁরা। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সংখ্যালঘু চরমপন্থা’ নিয়ে মন্তব্যের তীব্র নিন্দা করলেন এআইএমআইএম রাজ্য সভাপতি জামিরুল হাসান।
জামিরুল হাসান দাবি করেছেন, পশ্চিমবঙ্গে এআইএমআইএম নিজেদের জমি তৈরি করছে এই বিষয়টি বুঝতে পেরেই ক্ষেপে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে শক্তিশালী হয়ে উঠছে এআইএমআইএম, যার জন্যেই মেজাজ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তাঁর রাজনীতি সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে ঘিরেই আবর্তিত হয়।
সীমান্তবর্তী জেলাগুলিতেএইআইএমআইএমের জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাবি করে এআইএমআইএম রাজ্য সভাপতি বলেন, এই জনপ্রিয়তার কারণেই মেজাজ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি বলেন, যেহেতু রাজ্যে মুসলিমদের মধ্যে মানবতার সূচক কম, সেই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিমদের নীচু নজরে দেখছেন।সব মিলিয়ে রাজ্যে ফের একবার ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে শুরু হয়েছে চাপানোতর। ধর্মীয় মেরুকরণ আরও তীব্র হলে ভোট কাটাকুটি কোনদিকে মোড় নিতে পারে তাই ভাবছেন রাজনীতিবিদরা।