|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচলঃ ২১ সেপ্টেম্বর
এবার কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব বাম সংগঠন। আবাস যোজনায় সঠিক তালিকা প্রকাশ,
সরকারি তালিকাভুক্ত উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়া বন্ধ ,সরকারি নিয়ম মেনে টেন্ডার বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ভাতা এবং ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকার সর্ব বুথে জল নিস্কাশনের জন্য ড্রেন তৈরী সহ একাধিক দাবি নিয়ে
মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে সোমবার ডেপুটেশন দিলেন সংগঠনের নেতৃত্বরা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই (এম)এর রাজ্য কমিটির সম্পাদক জামিল ফিরদৌস সহ অন্যান্য বাম সমর্থকেরা।
বিকেলে তারা ভিঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে
একটি বিক্ষোভ মিছিল করে বিভিন্ন পথ পরিক্রমা করে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। চলতে থাকে দুর্নীতি সহ একাধিক অভিযোগের স্লোগান।
দলীয় পতাকা ও প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বাম সংগঠনের সদস্যরা।পরে প্রধানের কাছে একটি প্রতিনিধি দল বিভিন্ন দাবি নিয়ে এক স্মারকলিপি জমা দেন।
এই দাবিগুলি খুব শীঘ্রই পূরণ না করলে বৃহত্তম আন্দোলনের নামার হুঁশিয়ারি দেয় বাম সংগঠন।
এই বিষয়ে পঞ্চায়েত প্রধান বিমান বিহারি বসাক বলেন, ডেপুটেশনের স্মারকলিপি আমাকে তুলে দেন সিপিআইএম নেতারা। তাদের দাবি গুলি জনগণের স্বার্থেই। সরকারী নিয়ম মেনেই টেন্ডার হয়,সঠিকভাবে বাংলা আবাস যোজনা তালিকা প্রকাশ হয়, ঘর দেওয়ার নাম করে কোনো পঞ্চায়েত সদস্য কাটমানি খাই এমন খবর তার কাছে নেই।তাদের দাবি যতটা সম্ভব পূরণ করার আশ্বাস দেওয়া হয় পঞ্চায়েতের তরফে।”
এ প্রসঙ্গে সিপিআই(এম) এর রাজ্য কমিটির সম্পাদক জামিল ফিরদৌস জানান, তৃণমূল ও বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলি দুর্নীতির আখড়াই পরিনত হয়েছে।অসহায় মানুষদের প্রাপ্য নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে।সারা রাজ্য জুড়ে চলছে সিপিআই (এম )এর পক্ষ থেকে গণ ডেপুটেশন।ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত। আশা রাখছে তাদের দাবি গুলি জনগণের স্বার্থে পূরন করবে প্রধান।
তাই সমস্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সিপিআইএম পথে নেমেছে। দাবি না মানা হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান ।
আর কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বামেদের ডেপুটেশনকে হেসে উড়িয়েছেন হরিশ্চন্দ্রপুর তৃণমূল নেতা মংলুদ্দিন। তিনি বলেন গত ২০১৬ সালের বিধানসভায় তার জোট হয়ে লড়েছিলেন। তারা তো ভাই ভাই। ভোট আসলেই জোট তাদের। তবে তারা কি ভাগাভাগি পায়নি এই জন্যই গনডেপুটেশন। না কি অন্যকিছু? তিনি এভাবেই হেসে মন্তব্য করলেন। তিনি বলেন তৃণমূল কাটমানি খায়না। খায় কংগ্রেসও আজ তার প্রমান ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত। যেটি তুলে ধরলেন বামেরা।