|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচলঃ২১ সেপ্টেম্বর
যানজটে জেরবার মালদহের চাঁচল শহর।
সকাল হলেই চিত্র ফুট উঠছে প্রতিদিন।
সপ্তাহের প্রথম দিন সোমবার এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
এদিন চাঁচল- হরিশ্চন্দ্রপুর ৮১ নং জাতীয় সড়কের খেলেনপুরে যানজটের শিকার হয়ে পথচারী থেকে শুরু করে অ্যাম্বুলেন্সও। হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলের অভিমুখে আটকে পড়েন একাধিক অ্যাম্বুলেন্স। যাতে করে রোগীদেরও সমস্যা হয়েছে বলে অভিযোগ। বার বার অ্যাম্বুলেন্সের হর্ন বাজলেও যানজট থেকে রেহাই পায়নি অ্যাম্বুলেন্সগুলো।
এক পথচারী রাহানুল হক বলেন, অফিস পৌঁছাতে দেরী হচ্ছে প্রচুর। গন্তব্যে সঠিক সময়ে পৌঁছানো মুশকিল হয়ে উঠেছে।
এঘটনা রবিবার বাদে সবদিনই ঘটে বলে দাবী করে বলেন তিনি। এছাড়াও এদিন দীর্ঘক্ষন ধরে এম্বুলেন্স আটকে ছিল বলে জানান তিনি।
আরোও এক স্থানীয় বাসিন্দা জানান,
চাঁচল- হরিশ্চন্দ্রপুরের খেলেনপুরে ব্যবসায়ীরা গোডাউন রেখেছে।আজ ধান লোড করতে গিয়ে গাড়ী ফেসে যায়। তার জন্য প্রচন্ড যানজট বলে দাবী করেছেন তিনি। আটকে পড়ে এম্বুলেন্সও।
যানজট মুক্ত করতে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষন করেছেন পথচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সকলেই।