দলের পক্ষ থেকে ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও সহ-সভাপতি কে সংবর্ধনা জ্ঞাপন

অতনু ঘোষ, নতুন গতি, পূর্ব বর্ধমান: জিতেন্দ্র সিং ও সৌমিত্র চ্যাটার্জি কে পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও সহ-সভাপতি হিসাবে পেয়ে আপ্লুত ব্লকের ও অঞ্চলের যুব কর্মীরা। মেমারি এক নম্বর ব্লক সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে জিতেন্দ্র সিং এর নাম ঘোষণা হতেই যুব কর্মীদের প্রায় প্রতিদিনই ভিড় উপচে পড়ছে ব্লক তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়ে।

     

    ঠিক সেই রকমই সোমবার মেমারি এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নবনিযুক্ত তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি জিতেন্দ্র সিং ও সহ-সভাপতি সৌমিত্র চ্যাটার্জি কে সংবর্ধনা জানাতে উপস্থিত হয় দেবীপুর অঞ্চলের যুব যোদ্ধারা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই ঘোষ, যুব যোদ্ধা বিল্বমঙ্গল হাজরা, শিবনাথ বৈরাগ্য ও সৌমেন ঘোষ এর মত বেশকিছু যুব যোদ্ধা।

     

    তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা নবনিযুক্ত ব্লক তৃণমূল যুব সভাপতি ও সহ-সভাপতি কে ফুলের মালা, উত্তরীয় এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান। এই বিষয়ে তৃণমূল যুব নেতা শিবনাথ বৈরাগ্য জানান, জিতেন্দ্র সিং ও সৌমিত্র চ্যাটার্জি কে মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি ও তৃণমূল যুব সহ-সভাপতি হিসেবে পেয়ে তাঁরা আপ্লুত।