|
---|
নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : ৬ই,সেপ্টেম্বর, বিউর – বেতুড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রের জনবিরোধী নীতি ও সরকারি সম্পত্তি বেসরকারীকরণের প্রতিবাদে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়।এদিন সকাল ৯ টা নাগাদ বিউর- বেতড় অঞ্চল অফিস থেকে বাইক মিছিলটি শুরু হয়। এরপর বাইক মিছিলটি পাটিত,শুখসায়ের,বিউর, তেলুড় ,ভুতুড়া, নলডাঙ্গা বাসদেবপুর ঘুরে ডান্না ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। এদিনের বাইক মিছিলে সামিল হন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম সিং, কৃষি কর্মাধ্যক্ষ নব কুমার পাল, জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কার্যকরি- সভাপতি সেখ আজফার হোসেন, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি জয়দেব মুখার্জি, গোলাম মোস্তফা তরফদার, চন্দ্রনাথ রায় সহ অঞ্চল ও বুথ নেতৃবৃন্দ। এদিন প্রায় ৫০০ বাইকের মিছিল হয় বলে দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।