|
---|
সংবাদদাতা (ইন্দাস) : করোনা ভাইরাস রুখতে দেশজুড়ে চলছে ধাপে ধাপে লক ডাউন তারই ফাঁকে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আমরুল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক অসিত দে ও আতাউল হক,সাইফুল মোল্লা,উপ প্রধান নুরুল ইসলাম,সৈয়দ মফিজুল হোদা,কামেক্ষা বারিক প্রমুখ।
আবার করিশুণ্ডা গ্রাম পঞ্চায়েতের করিশুণ্ডা গ্রামে একটি স্বেচ্ছায় রক্ত দান শিবিরেরও আয়োজন করে, “করিশুণ্ডা নম্বর ওয়ান ক্লাব।”
৫৫ জন রক্ত দান করেন। বাঁকুড়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর টিম রক্ত সংগ্রহ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক মীর মিরাজ, সভাপতি সেখ সাহেব, এবং সজল আলি,সেখ আমির, সেখ চুনু ও সৈয়দ মফিজুল হোদা প্রমুখ।