রায়দিঘীতে উদ্ধার বিরল প্রজাতির গন্ধগোকুল, দেখতে জমল ভিড়

নবাব মল্লিক, রায়দিঘী: রায়দিঘীতে উদ্ধার বিরল প্রজাতির গন্ধগোকুল প্রজাতির প্রাণী। গন্ধগোকুলকে দেখতে ভীড় জমে যায় এলাকায়। ঘটনাটি রায়দিঘীর দিঘীরপাড় বকুলতলা এলাকায়। ভোর রাতে এই প্রাণীটিকে দেখে আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। তখনই কিছু সাহসী যুবক প্রাণীটির কাছে আসলে ভয়ে তা গাছে উঠে যায়। এরপর রায়দিঘী ফরেস্ট অফিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে বণদপ্তরের অধিকর্তারা সেখানে উপস্থিত হন। তারা জানান প্রাণীগুলোর গায়ের রং ও আকৃতি দেখে গন্ধগোকুল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদের ইংরেজি নাম (Asian Palm civet); বৈজ্ঞানিক নাম (Paradoxurus Hermaphroditus)। এরা মূলত নিশাচর প্রাণী। এরা লোকালয়ের কাছাকাছি ঝোপ-জঙ্গলে বসবাস করতে পছন্দ করে। এরা রাতের বেলায় লোকালয় থেকে মুরগী, কবুতরের বাচ্চা, ফল, সবজি, তাল, খেজুর রস, কীটপতঙ্গ সংগ্রহ করে জীবন ধারণ করে। গন্ধগোকুল ইঁদুর ও ফল ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে থাকে। তবে এই নতুন প্রাণীটিকে দেখতে ভিড় জমিয়েছে উৎসাহী মানুষজন। প্রাণীটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বণদপ্তর সূত্রে খবর।