স্বর্গীয় ডাক্তার মোতাহার হোসেন এবং প্রিয় রঞ্জন দাস মুন্সির মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে রক্তদান শিবির

 
নিজস্ব সংবাদদাতা- ব্লাড ব্যাংকে রক্তের অভাব, সেই রক্তের চাহিদা মিটাতে স্বর্গীয় ডাক্তার মোতাহার হোসেন এবং প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যু বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেন বীরভূম জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেল ও মুরারই -২ কংগ্রেসের ব্লক কমিটি। বুধবার সকাল দশটার সময় মুরারই-২ ব্লক কংগ্রেস কার্যালয় এই রক্তদান শিবিরের শুভারম্ভ হয়। রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মোট 80 জন মত পুরুষ ও মহিলা রক্তদান করেন এই মহতী রক্তদান শিবিরে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ ইকবাল( রাসেল ) , ব্লক সভাপতি মোহাম্মদ মইনুদ্দিন, ব্লক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শেখ, দেব প্রকাশ ধর এছাড়া বিশিষ্ট শিশু চিকিৎসক মোশারফ হোসেন ,মাশিকুল ইসলাম শিবলি প্রমূখ।